কাশ্মীরে পর্যটকদের রক্ষায় প্রাণ দিলেন পনিওয়ালা আদিল

কাশ্মীরে পর্যটকদের রক্ষায় প্রাণ দিলেন পনিওয়ালা আদিল AI Generated Photo ভারতনিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে গত মঙ্গলবার এক সশস্ত্র গোষ্ঠীর হামলায় প্রাণ হারিয়েছেন একজন স্থানীয় যুবক, সৈয়দ আদিল হুসেন শাহ। ৩০ বছর বয়সী আদিল পেশায় একজন ‘পনিওয়ালা’ বা ঘোড়াচালক ছিলেন। হামলার ভয়াবহ মুহূর্তে এক বন্দুকধারীর কাছ থেকে রাইফেল কেড়ে নেওয়ার চেষ্টা করে নিজের প্রাণ উৎসর্গ করেন তিনি। আদিলের এই সাহসিকতা অনেক পর্যটকের জীবন রক্ষা করেছে বলে ধারণা করা হচ্ছে। তাঁর বাবা হায়দার শাহ বলেন, “আমার ছেলে নিজের জীবন দিয়ে অন্যদের রক্ষা করেছে। আমি ওর জন্য গর্বিত।” এই মর্মান্তিক ঘটনাটি কাশ্মীরে আবারও জানিয়ে দিল—সাধারণ মানুষও কতটা সাহসিকতার পরিচয় দিতে পারেন, যখন মানবতা রক্ষার প্রশ্ন আসে। বিস্তারিত এখানে